প্রকাশিত : বৃহস্পতিবার, ৩ অক্টোবর ২০২৪

Share This News

রাশেদ মাকসুদের পদত্যাগের দাবিতে বিএসইসি ঘেরাও

রাশেদ মাকসুদের পদত্যাগের দাবিতে বিএসইসি ঘেরাও

ক্ষুব্ধ বিনিয়োগকারীরাপুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদের পদত্যাগের দাবিতে আগারগাঁওয়ে বিএসইসি পৌছেছে । এ সময় বিএসইসি ভবনের সামনে স্লোগানে স্লোগানে বিক্ষোভ সমাবেশ করেছে বিনিয়াগকারীরা।

এ সময় বিএসইসি চেয়ারম্যানকে আওয়ামী লীগের দালাল ও শেখ হাসিনার প্রেতাত্মা আখ্যা দিয়েছে আন্দোলনরত বিনিয়োগকারী।

বৃহস্পতিবার (০৩ অক্টোবর) সকালে মতিঝিল ডিএসইর পুরাতন ভবনের সামনে থেকে শুরু হয় বিনিয়োগকারীদের এ কর্মসূচি।

এর আগে বুধবার (২ অক্টোবর) বিকেল সাড়ে ৪টার দিকে ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশের (আইসিবি) সামনেও বিভিন্ন সংগঠনের বিনিয়োগকারী এবং সাধারণ বিনিয়োগকারীরা একত্রিত হয়ে এই ‘লংমার্চ’ কর্মসূচি ঘোষণা করেন।