প্রকাশিত : শনিবার, ৫ অক্টোবর ২০২৪

Share This News

বিশ্ব শিক্ষক দিবস উদযাপনে শিক্ষা মন্ত্রণালয়ের কর্মসূচি শুরু

বিশ্ব শিক্ষক দিবস উদযাপনে শিক্ষা মন্ত্রণালয়ের কর্মসূচি শুরু

আলোচনা সভা ও এমপিও শিক্ষক-কর্মচারীদের ইএফটিতে বেতন দেয়া কার্যক্রমের উদ্বোধনের মাধ্যমে বিশ্ব শিক্ষক দিবস উদযাপন করছে শিক্ষা মন্ত্রণালয়। এবারের দিবসটির প্রতিপাদ্য ‘শিক্ষকের কণ্ঠস্বর: শিক্ষায় নতুন সামাজিক অঙ্গীকার’।

শনিবার (৫ অক্টোবর) সকালে ওসমানী স্মৃতি মিলনায়তনে সভাকক্ষে আলোচনা সভা শুরু হয়েছে। এতে প্রধান অতিথি আছেন অন্তর্বর্তী সরকারের শিক্ষা উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ।

সভায় সভাপতিত্ব করছেন শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সিনিয়র সচিব ড. শেখ আব্দুর রশীদ। 

অনুষ্ঠানে বিশেষ অতিথি আছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার, বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের চেয়ারম্যান প্রফেসর ড. এস এম এ ফায়েজ এবং ইউনেস্কো ঢাকা অফিসের প্রধান ড. সুসান ভাইজ।

পরে অতিথিরা এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বেতন-ভাতা আইবাস ডাবল প্লাস সফটওয়্যারের মাধ্যমে ইএফটিতে পাঠানো কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন।

প্রসঙ্গত, এর আগে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বেতন-ভাতা পরীক্ষামূলকভাবে ইএফটিতে দেয়া হয়েছে। শিক্ষা মন্ত্রণালয় সূত্র দৈনিক শিক্ষাডটকমকে জানিয়েছিলো বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে এ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হবে। সে অনুযায়ী আজ এ কর্মসূচির উদ্বোধন হচ্ছে। এর ফলে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের প্রায় চার দশকের ভোগান্তির অবসান হতে যাচ্ছে।