প্রকাশিত : শনিবার, ১৪ অক্টোবর ২০২৩

Share This News

ইসরায়েলের আল্টিমেটামকে ‘অবাস্তব’ বললেন ইইউ পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান

ইসরায়েলের আল্টিমেটামকে ‘অবাস্তব’ বললেন ইইউ পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান

প্রায় ১১ লাখ ফিলিস্তিনিকে গাজার উত্তরাঞ্চল ছেড়ে যাওয়ার জন্য ইসরায়েলের দেওয়া ২৪ ঘণ্টার আল্টিমেটাম অবাস্তব। এই আল্টিমেটামের সমালোচনা করে ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান জোসেপ বোরেল বলেছেন, একদিনে ১০ লাখেরও বেশি ফিলিস্তিনিকে গাজার উত্তরাঞ্চল ছেড়ে চলে যেতে ইসরায়েলি সামরিক বাহিনীর আদেশ বাস্তবায়ন করা একেবারেই অসম্ভব।

ইসরায়েলের আল্টিমেটামকে ‘অবাস্তব’ বললেন ইইউ পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান

শনিবার (১৪ অক্টোবর) চীনের বেইজিংয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

ইউরোপীয় ইউনিয়নের অফিসিয়াল অবস্থানের প্রতিনিধিত্ব করা জোসেপ বোরেল বলেন, গাজার মতো পরিস্থিতিতে আপনি ২৪ ঘণ্টায় ১০ লাখ মানুষকে সরিয়ে নিতে পারবেন বলে কল্পনা করা- কেবল মানবিক সংকটই সৃষ্টি করতে পারে।

ইউরোপীয় ইউনিয়নের অফিসিয়াল অবস্থানের প্রতিনিধিত্ব করা বোরেল ইসরায়েলের আল্টিমেটামকে 'অত্যন্ত বিপজ্জনক' বলেও উল্লেখ করেন।

গতকাল অবরুদ্ধ গাজা উপত্যকার উত্তরাঞ্চলে থাকা সব ফিলিস্তিনিকে ২৪ ঘণ্টার মধ্যে সরে যেতে বলে দখলদার ইসরায়েল। কয়েকদিনের বোমা হামলায় দেড় হাজারেরও বেশি ফিলিস্তিনিকে হত্যার পরে ইসরায়েল আজ স্থল অভিযান শুরু করেছে।

যদিও আল্টিমেটামের পরে জাতিসংঘের মুখপাত্র স্টিফেন দুজারিক বলেছিলেন, জাতিসংঘ ইসরায়েলের এই নির্দেশ বাতিলের জন্য জোরালোভাবে কাজ করছে।