প্রকাশিত : সোমবার, ৪ ডিসেম্বর ২০২৩

Share This News

ডনাল্ড লু’র নির্দেশেই সব করেছেন সাবেক সেনাপ্রধান, ইমরানের বিস্ফোরক দাবি

ডনাল্ড লু’র নির্দেশেই সব করেছেন সাবেক সেনাপ্রধান, ইমরানের বিস্ফোরক দাবি

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান দাবি করেছেন, মার্কিন স্টেট ডিপার্টমেন্টের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক সহকারী সেক্রেটারি ডোনাল্ড লু’র নির্দেশ মেনেই পাকিস্তানের সাবেক সেনাপ্রধান জেনারেল কামার জাভেদ বাজওয়া সব কিছু করেছেন। এ জন্য তিনি তার বিরুদ্ধে চলমান সাইফার মামলায় সাক্ষী হিসেবে জাভেদ বাজওয়া এবং মার্কিন দূতাবাসের কর্মকর্তাদের যুক্ত করা হবে বলেও জানান ইমরান। খবর ডনের।

খবরে বলা হয়, সোমবার সাইফার মামলার শুনানি হয়। এ সময় আদিয়ালা কারাগারে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন ইমরান খান। সেখানেই তিনি জাভেদ বাজওয়াকে সাক্ষী করার কথা জানান। ইমরান খানের বিরুদ্ধে চলমান সাইফার মামলায় অভিযোগ করা হয়েছে, ২০২২ সালের মার্চ মাসে পাকিস্তানের ওয়াশিংটন দূতাবাসের পাঠানো একটি বার্তা প্রকাশ্যে এনে সাবেক এই প্রধানমন্ত্রী ও সাবেক পররাষ্ট্রমন্ত্রী শাহ মাহমুদ কুরেশি গোপন আইন লঙ্ঘন করেছেন।

ইমরান খান বলেন, তার দল ৮ ফেব্রুয়ারির নির্বাচনে জয়ী হবে। তাকে মূলত একটি বড় পরিকল্পনা বাস্তবায়নের উদ্দেশে গ্রেপ্তার করা হয়েছিল। যেসব পিটিআই নেতারা তার ওপর আস্থা রেখেছেন তাদের প্রতি তিনি কৃতজ্ঞ। তিনি কারাগারে কোনো সমস্যার মধ্যে নেই বলেও জানান তিনি।