প্রকাশিত : বুধবার, ১৩ ডিসেম্বর ২০২৩

Share This News

গাজায় নির্বিচারে হামলা চালিয়ে বৈশ্বিক সমর্থন হারাচ্ছে ইসরায়েল: বাইডেন

গাজায় নির্বিচারে হামলা চালিয়ে বৈশ্বিক সমর্থন হারাচ্ছে ইসরায়েল: বাইডেন

ফিলিস্তিনের গাজা উপত্যকায় অবিরাম হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। টানা দুই মাসেরও বেশি সময় ধরে চালানো এই হামলায় এখন পর্যন্ত নিহত হয়েছেন ১৮ হাজারেরও বেশি ফিলিস্তিনি। ইসরায়েলি এই হামলার জের ধরে সরব হচ্ছে গোটা বিশ্ব। এবার মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, গাজায় নির্বিচারে হামলা চালানোর মাধ্যমে আন্তর্জাতিক সমর্থন হারানোর ঝুঁকিতে রয়েছে ইসরায়েল। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা খবরটি জানিয়েছে।

বাইডেন বলেন, গাজায় নির্বিচারে বোমাবর্ষণের কারণে এরই মধ্যে বৈশ্বিক সমর্থন হারাতে শুরু করেছে ইসরায়েল। মঙ্গলবার তহবিল সংগ্রহের এক অনুষ্ঠানে এমন মন্তব্য করেন বাইডেন। 

বক্তব্য দেওয়ার সময় ইসরায়েলি মন্ত্রীসভারও একহাত দেখে নেন বাইডেন। তিনি বলেন, ইসরায়েলের ইতিহাসে এটাই সবচেয়ে রক্ষণশীল সরকার।  এই সরকার পরিবর্তন  করতে হবে। ইসরায়েলের এই সরকার সবকিছু খুব কঠিন করে তুলছে।

বাইডেন বলন, ইসরায়েল ফিলিস্তিনি রাষ্ট্রকে কোনওভাবেই না বলতে পারে না। নেতানিয়াহু সরকারসহ ইসরায়েলি কট্টরপন্থীরা এর বিরোধিতা করেছে।

বাইডেনের এই কঠিন মন্তব্যের পর হোয়াইট হাউসের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভান বলেন, গাজায় নির্বিচারে চালানো হামলা নিয়ে ইসরায়েলি মন্ত্রীসভার সঙ্গে আলোচনা করতে তেল আবিব যাবেন  তিনি। 

এদিকে নেতানিয়াহু মঙ্গলবার এক বিবৃতিতে বলেছেন, ইসরায়েল গাজায় স্থল অভিযানের জন্য মার্কিন যুক্তরাষ্ট্রের কাছ থেকে পূর্ণ সমর্থন পেয়েছে। শুধু তাই না, যুদ্ধ বন্ধের জন্য যে আন্তর্জাতিক চাপ তাও অবরোধ করেছে যুক্তরাষ্ট্র।