প্রকাশিত : রবিবার, ২৪ ডিসেম্বর ২০২৩

Share This News

যে আসনে লড়বেন নওয়াজ শরিফ, বিলাওয়াল ও ইমরান খান

যে আসনে লড়বেন নওয়াজ শরিফ, বিলাওয়াল ও ইমরান খান

পাকিস্তান মুসলিম লীগ-নওয়াজের (পিএমএল-এন) প্রধান নওয়াজ শরিফ রোববার দেশটির আসন্ন সাধারণ নির্বাচনে লড়তে নির্বাচন কমিশনে মনোনয়নপত্র জমা দিয়েছেন।

নওয়াজ শরিফের পক্ষে পিএমএল-এন নেতা বিলাল ইয়াসিন এনএ-১৩০ (লাহোর-১৪) আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন। খবর জিও নিউজের।

এদিকে পাকিস্তান পিপলস পার্টির (পিপিপি) চেয়ারম্যান বিলাওয়াল ভুট্টো জারদারি ৮ ফেব্রুয়ারির নির্বাচনে নওয়াজ ও শাহবাজ শরিফকে লাহোরে চ্যালেঞ্জ জানিয়েছেন।

পিপিপি প্রধান গত ২২ ডিসেম্বর লাহোরের এনএ-১২৮ আসন থেকে মনোনয়নপত্র দাখিল করেন, যা ঐতিহ্যগতভাবে পিএমএল-এন এর শক্ত ঘাঁটি।

পিএমএল-এন এর মিয়া আহমেদ সুবহান এনএ-১২৮ আসনে পিপিপি প্রধানের বিরুদ্ধে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন বলে আশা করা হচ্ছে।

এদিকে পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) প্রতিষ্ঠাতা ইমরান খানও লাহোরসহ তিনটি আসনে প্রতিদ্বন্দ্বিতা করার ঘোষণা দিয়েছেন।

প্রসঙ্গত, পাকিস্তানের নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী, আগামী বছর ৮ ফেব্রুয়ারি দেশটির সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে।