প্রকাশিত : বৃহস্পতিবার, ১০ অক্টোবর ২০২৪

Share This News

লন্ডনে কিংবদন্তি বাউল সম্রাট শাহ আব্দুল করিম লোক উৎসব-২০২৪ সম্পন্ন

লন্ডনে কিংবদন্তি বাউল সম্রাট শাহ আব্দুল করিম লোক উৎসব-২০২৪ সম্পন্ন

জেসমিন মনসুর: গনতন্ত্রের মাতৃভূমি নামে খ্যাত মাল্টি ন্যাশনাল ও  মাল্টি কালচারাল এর বৃটেনের কমিউনিটির নানা শ্রেণি পেশার বিশিষ্টজনদের উপস্থিতিতে বিপুল উৎসাহ উদ্দীপনায় ও আনন্দঘন পরিবেশে জাঁকজমক পুর্ণ ভাবে অর্ধ শতাধিক সুনামধন্য শিল্পীদের অংশ গ্রহণে আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি. বাংলাদেশের প্রাণের জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে লন্ডনের ব্রাডি আর্টস সেন্টারে এই প্রথমবারের মতো আরিয়ান ফিল্ম এবং গ্লোব টিভি আয়োজিত বাউল শাহ আব্দুল করিম লোক উৎসব ২০২৪ সফলভাবে সম্পন্ন হয়েছে। 

ইউকে বিডি টিভির কালচারাল ডিরেক্টর  ও উৎসব কমিটির সেক্রেটারি হেলেন ইসলাম, সুপ্রভা সিদ্দিকী, হাফসা ইসলাম ,শেখ নুরুল ইসলাম এবং মতিউর রহমান তাজ এর সঞ্চালনায়  ব্রিটেনের দূর - দূরান্ত থেকে আগত বিশিষ্টজন ও প্রচুর বাউলসংগীত ভক্ত,ও বিপুল সংখ্যক দর্শকের  উপস্থিতিতে গত ৯ই অক্টোবর দুপুর ১২ টা থেকে  রাত ১০ টা পর্যন্ত সেন্ট্রাল লন্ডনের ব্রাডি আর্টস সেন্টারের দুটি মঞ্চে একযোগে পুরো দিন ব্যাপী এই প্রাণবন্ত উৎসবমুখর পোগ্রামে অর্ধ শতাধিক সনামধন্য শিল্পীদের পরিবেশনায় বাউল শাহ আব্দুল করিমের গান, জারি, সারি, ভাটিয়ালী, আরও ছিলো বাউল শাহ আব্দুল করিমের জীবনী নিয়ে প্রমাণ্য চিত্র প্রদর্শনী; গ্রামের নওজোয়ান হিন্দু মুসলমান’, ‘বন্দে মায়া লাগাইছে, দিওয়ানা বানাইছে’, ‘বন্ধুরে কই পাব সখী গো’, ‘কেন পিরিতি বাড়াইলা রে বন্ধু’, ‘তুমি বিনে আকুল পরাণ’সহ এই শিল্পীর জনপ্রিয় অন্যান্য গান গাওয়া হয় অনুষ্ঠানে।  উৎসব প্রাজ্ঞণে বিভিন্ন ধরনের খাবারের স্টল, পিঠা, কাপড়, জুয়েলারী, মেহেদী, ফটো ফ্রেমসহ রকমারি স্টলেও  ছিলো উপচে উপচে পড়া ভিড়। 

অনুষ্ঠানে লোক উৎসব কমিটির পক্ষ থেকে  লন্ডনের  সামাজিক সাংস্কৃতিক, ও কমিউনিটিতে বিশেষ অবদানের জন্য  ৯ জন বিশিষ্ট ব্যক্তিবর্গকে বিশেষ সম্মাননা প্রদান করা হয়। তারা হলেন আনোয়ার চৌধুরী, আহবাব হোসেন, আলাউর রহমান, শেখ আলীউর রহমান, সিরাজ হক , জ্যোৎস্না ইসলাম, আকলু মিয়া, মাহি ফেরদৌস জলিল, ও তাজরুল ইসলাম তাজ । 

প্রাণবন্ত উৎসবমুখর এই অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিদের মধ্যে  বক্তব্য রাখেন সাবেক বৃটিশ হাইকমিশনার আনোয়ার চৌধুরী, বৃটেনের নিউহ্যাম কাউন্সিলের চেয়ার রহিমা রহমান, লন্ডন বরো অফ বার্কিং এন্ড ডেগেনহ্যাম কাউন্সিলের মেয়র কাউন্সিলার মঈন কাদরি, টাওয়ার হ্যামলেটেস এর সাবেক স্পীকার আহবাব হোসেন,  প্রবাসের মুক্তিযোদ্ধের সংগঠক অকাউন্টেন্ট  মাহমুদ এ রউফ ,কমিউনিটি লিডার সিরাজ হক, রেডব্রিজ কাউন্সিলের সাবেক মেয়র জ্যোৎস্না ইসলাম, চ্যানেল এস এর ফাউন্ডার্স চেয়ারম্যান মিডিয়া ব্যাক্তিত্ব মাহি ফেরদৌস জলিল, গ্রেটার সিলেট কমিউনিটি ইউকের কেন্দ্রীয়  কনভেনার বিশিষ্ট সাংবাদিক মোহাম্মদ মকিস মনসুর,কবি মুজিবুল হক মনি, বিশিষ্ট ব্যাবসায়ী আখলু মিয়া, কাউন্সিলার  সাম ইসলাম , কাউন্সিলার ফয়জুর রহমান চৌধুরী, কাউন্সিলার, মুজিবুর রহমান জসিম, ও বঙ্গবন্ধু সাংস্কৃতিক ফোরাম ইউকের সাংগঠনিক সম্পাদক শাহ  শাফি কাদির সহ অন্যান্য নেতৃবৃন্দ।