প্রকাশিত : রবিবার, ৪ ফেব্রুয়ারি ২০২৪

Share This News

ডিভিডেন্ড ঘোষণা করেছে ৪ কোম্পানি

ডিভিডেন্ড ঘোষণা করেছে ৪ কোম্পানি

বিদায়ী সপ্তাহে ডিভিডেন্ড ঘোষণা করেছে শেয়ারবাজারে তালিকাভুক্ত চার প্রতিষ্ঠান। কোম্পাানিগুলো হলো-আরএকে সিরামিক, সিঙ্গার বাংলাদেশ, ইমাম বাটন ইন্ডাস্ট্রিজ ও প্রাইম ফাইন্যান্স ফার্স্ট মিউচুয়াল ফান্ড। সংশ্লিষ্ট সূত্রে এই তথ্য জানা গেছে।

আরএকে সিরামিক

৩১ ডিসেম্বর, ২০২৩ সমাপ্ত অর্থবছরের জন্য আরএকে সিরামিক ১০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। আলোচ্য অর্থবছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ৪৪ পয়সা। আগের অর্থবছরের একই সময়ে ইপিএস ছিল ১ টাকা ৫৭ পয়সা।

৩০ জুন ২০২৩ শেষে কোম্পানিটির শেয়ার প্রতি সমন্বিত সম্পদ (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৮ টাকা ২৯ পয়সা।

আগামী ১৯ মার্চ বার্ষিক সাধারণ সভা (এজিএম) করবে কোম্পানিটি। এর জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ১৯ ফেব্রুয়ারি।

সিঙ্গার বাংলাদেশ

৩১ ডিসেম্বর, ২০২৩ সমাপ্ত অর্থবছরের জন্য ৩৫ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে সিঙ্গার বাংলাদেশ। সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির ইপিএস হয়েছে ৫ টাকা ২৪ পয়সা। আগের বছর ইপিএস ছিল ৭৩ পয়সা।

৩০ জুন, ২০২৩ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভি) হয়েছে ৩৪ টাকা ৩ পয়সা।

আগামী ২৮ মার্চ দুপুর ২টায় কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) হাইব্রিড পদ্ধতিতে অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ২২ ফেব্রুয়ারি।

ইমাম বাটন ইন্ডাস্ট্রিজ

৩১ ডিসেম্বর, ২০২৩ সমাপ্ত দুই প্রান্তিকের মুনাফা উপর শেয়ারহোল্ডারদের জন্য ১ শতাংশ ক্যাশ অন্তবর্তী ডিভিডেন্ড ঘোষণা ইমাম বাটন ইন্ডাস্ট্রিজ।

ডিভিডেন্ড সংক্রান্ত কোম্পানিটির রেকর্ড ডেট নির্ধারণ করেছে আগামী ২০ ফেব্রুয়ারী।

প্রাইম ফাইন্যান্স ফার্স্ট মিউচুয়াল ফান্ড

৩১ ডিসেম্বর ২০২৩ সমাপ্ত সময়ে ইউনিট হোল্ডারদের জন্য ১০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে প্রাইম ফাইন্যান্স ফার্স্ট মিউচুয়াল ফান্ড।

সমাপ্ত অর্থবছরে প্রতিষ্ঠানটির ইউনিট প্রতি আয় (ইপিউ) আয় হয়েছে ৪২ পয়সা। আগের বছরের একই সময়ে ছিল ০৮ পয়সা।

৩১ ডিসেম্বর, ২০২৩ তারিখে বাজারমূল্যে প্রতিষ্ঠানটির ইউনিট প্রতি সম্পদ মূল্য দাঁড়িয়েছে ১৮ টাকা ৮৩ পয়সা।

প্রতিষ্ঠানটির রেকর্ড ডেট নির্ধারণ করেছে আগামী ১৯ ফেব্রুয়ারি।