প্রকাশিত : সোমবার, ৫ ফেব্রুয়ারি ২০২৪

Share This News

আগ্রহের তালিকায় ফিরছে প্রকৌশল খাতের পাঁচ শেয়ার

আগ্রহের তালিকায় ফিরছে প্রকৌশল খাতের পাঁচ শেয়ার

আবারো বিনিয়োগকারীদের আগ্রহের তালিকায়  শেয়ারবাজারে তালিকাভুক্ত প্রকৌশল খাতের পাঁচ কোম্পানির শেয়ার। বিনিয়োগকারীরা বলছেন, এক সময়ে কোম্পানিগুলোর শেয়ার বেশ সম্ভাবনাময় শেয়ার ছিল। যেগুলো শেয়ারবাজারে একচ্ছত্র দাপট দিখেয়েছে। তবে দীর্ঘদিন যাবত পর্দার আড়ালে চলে গেছে শেয়ারগুলো। শেয়ারগুলো আবারও বিনিয়োগকারীদের আগ্রহের তালিকায় ফিরছে বলে মনে করছেন বিনিয়োগকারীরা। যেগুলো হলো-বিবিএস কেবলস, রানার অটোমোবাইলস, কেডিএস অ্যাক্সেসরিজ, কপারটেক ও কাশেষ ইন্ডাষ্ট্রিজ।

বিবিএস কেবলস

২০১৭ সালে শেয়ারবাজারে তালিকাভুক্তির পর বিবিএস কেবলস ছিল বিনিয়োগকারীদের অন্যতম পছন্দের শেয়ার। ২০২০ সাল পর্যন্ত কোম্পানিটি বিনিয়েগকারীদের ১৫ শতাংশ থেকে ২০ শতাংশ ডিভিডেন্ড দিয়েছে। সেই সময়ে কোম্পানিটির মুনাফায়ও ছিল বেশ ঝলক। কিন্তু ২০২০ সালের মহামারি করোনার পর কোম্পানির উৎপাদিত পণ্যের উৎপাদন ব্যয় বেড়ে যাওয়ায় এর মুনাফায় নেতিবাচক প্রভাব পড়ে।

চলতি অর্থবছরের জুলাই-সেপ্টেম্বর’২৩ প্রান্তিকেও কোম্পানিটি লোকসানে থাকে। তবে দ্বিতীয় প্রান্তিক (অক্টোবর-ডিসেম্বর;২৩) থেকে কোম্পানিটি আবারও মুনাফায় ফিরেছে। গত দুই কর্মদিবসে কোম্পানিটির শেয়ারের বড় লেনদেন হয়েছে। বাজার সংশ্লিষ্টরা বলছেন, বিনিয়োগকারীরা কোম্পানিটির শেয়ারে ফের মনোযোগ দিতে শুরু করেছে। যে কারণে এর লেনেদেনে ইতিবাচক প্রভাব দেখা যাচ্ছে।

রানার অটোমোবাইলস

২০১৯ সালে শেয়ারবাজারে তালিকাভুক্তির পর রানার অটোমোবাইলস ছিল বিনিয়োগকারীদের কাছে অন্যতম বিনিয়োগ উপযোগি শেয়ার। তালিকাভুক্তির পর ২০২২ সাল পর্যন্ত কোম্পানিটি বিনিয়েগকারীদের ১০ শতাংশ করে ক্যাশ ডিভিডেন্ড দিয়ে আসছে। পাশাপাশি কোম্পানিটির মুনাফাও ধরে রেখেছিল। কিন্তু ২০২৩ সালের ডলারের উচ্চ দাম কোম্পানিটির ব্যবসায় মারাত্ম ধস নামে।

চলতি অর্থবছরের জুলাই-সেপ্টেম্বর’২৩ প্রান্তিকেও কোম্পানিটির বড় লোকসান হয়। তবে দ্বিতীয় প্রান্তিকে (অক্টোবর-ডিসেম্বর;২৩) কোম্পানিটি ঘুরে দাঁড়িয়েছে। কোম্পানিটি জানিয়েছে, থ্রী হুইলার গাড়ি বাজারজাত করার কারণে কোম্পানিটির ব্যবসায় নতুন গতি দেখা দিয়েছে । গত তিন কর্মদিবসে কোম্পানিটির শেয়ার লেনদেনে নতুন গতি দেখা যাচ্ছে। যার কারণে বিনিয়োগকারীরা শেয়ারটির নিয়ে বেশ আশাবাদী ।

কেডিএস অ্যাক্সেসরিজ

২০১৫ সালে শেয়ারবাজারে তালিকাভুক্ত কেডিএস অ্যাক্সেসরিজ বরাবরই ভালো ডিভিডেন্ড দেয়ার কোম্পানি। এই কোম্পানি বিনিয়োগকারীদরে কোনো বছরই ১০ শতাংশের নিচে ডিভিডেন্ড দেয়নি।

গত কয়েক কর্মদিবসে কোম্পানিটির ভালো লেনদেন দেখা যাচ্ছে। বিনিয়োগকারীরা আশা করছেন, কোম্পানিটির শেয়ার আবারও আগ্রহের তালিকায় ফিরছে।

কপারটেক ইন্ডাষ্ট্রিজ

২০১৯ সালে শেয়ারবাজারে তালিকাভুক্তির পর কপার ইন্ডাষ্ট্রিজ ছিল বিনিয়োগকারীদের কাছে বেশ আগ্রহের শেয়ার। তালিকাভুক্তির বছর কোম্পানিটি বিনিয়োগকারীদের ভালো ডিভিডেন্ড দিতে পারলেও পরের বছর থেকে ডিভিডেন্ডে পিছিয়ে যায়। তারপরও বিনিয়োগকারীদের ডিভিডেন্ড বঞ্চিত করেনি। সর্বশেষ ২০২৩ সালে কোম্পানিটি ২ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড দিয়েছে।

চলতি অর্থবছরের দ্বিতীয় প্রান্তিকে (অক্টোবর-ডিসেম্বর;২৩) কোম্পানিটি মুনাফায় বেশ এগিয়েছে। কয়েক দিন যাবত কোম্পানিটির শেয়ার লেনদেনও বেশ বেড়েছে।

কাশেম ইন্ডাষ্ট্রিজ

শেয়ারবাজারে পুরনো কোম্পানি হিসাবে কাশেম ইন্ডাষ্ট্রিজ সব ব্লু চিপের মতো শেয়ার। প্রতি বছরই কোম্পানিটির শেয়ার বিনিয়োগকারীদের বড় মুনাফা দিয়েছে। এবারও সেই ক্রেজে ফেরার অপেক্ষায়। কোম্পানিটি প্রতি বছরই বিনিয়োগকারীদের যৎসামান্য হলেও ডিভিডেন্ড দিয়ে আসছে।